ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি: ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

0

ফেসবুক লাইভে এসে আত্মহত‌্যার হুমকি দেয়ায় বরিশাল সদর উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী তিন কার্য দিবসের মধ্য লিখিত জবাব চাওয়া হয়েছে নোটিশে। গত শুক্রবার রাত ১১টায় ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আত্মহত‌্যা করার হুমকি দেন। লাইভে কান্নাজ‌ড়িত কণ্ঠে তি‌নি বলেন,‘আত্মহত‌্যার কারণ পা‌রিবা‌রিক নয়, পা‌রিবা‌রিকভাবে আমি সুখে আছি। এমন অবস্থায় পড়েছি নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বলতে পার‌ছি না কিছু। আমার আত্মহত‌্যার কারণ রু‌টি-রু‌জির জায়গা বন্ধ হ‌য়ে যাওয়া। অর্থাৎ যে জায়গার আয়ে সংসার চল‌তো, সেই পথ শ‌নিবার থে‌কে বন্ধ হ‌য়ে যা‌চ্ছে। ওই জায়গা হা‌রিয়ে ফেল‌ব কাল (শ‌নিবার)। তাই কোনো পথ না পেয়ে আত্মহত‌্যার পথ বেছে নিতে হ‌বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here