নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযানে ৬ ক্লিনিককে জরিমানা

0

নড়াইলের কালিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এ সময় অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ঔষুধ, ইনজেকশন, ডাক্তারের অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ক্লিনিক পরিচালনাসহ একাধিক অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানাসহ একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

অভিযানে সম্রাট সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জনসভা প্যাথলজি সেন্টারকে ৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ওমর ফারুক ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সম্রাট সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালাসহ মা মেডিসিন কর্নারের ফার্মেসির লাইসেন্স না থাকায় তা বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here