গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোর আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: মিশরের টিভি

0

 মিশরের টেলিভিশন জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোর আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

মিশরের রাষ্ট্র সংশ্লিষ্ট টেলিভিশন খবর প্রকাশ করেছে, মধ্যস্থতাকারী এবং হামাস কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতির দিকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছেন। কায়রোতে দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে।

মিশরের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘মিশর রমজানের আগে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য তার জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

ইসরায়েলি প্রতিনিধিত্ব ছাড়াই রবিবার কায়রোতে সর্বশেষ আলোচনা শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইসরায়েল আলোচনায় তাদের প্রতিনিধি দল পাঠায়নি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরায়েলি বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এতে মৃতের সংখ্যা কমপক্ষে ৩০,৫৩৪ জনে দাঁড়িয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here