লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তবে এই সিরিজে নিজেদের ফেবারিট মনে করছেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড।
রবিবার সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ বলেন, ‘আমি তো বলবোই যে অবশ্যই শ্রীলঙ্কা ফেবারিট। কিন্তু শুনুন, এখানে দুটি ভালো দল খেলছে; যারা খুব জোর দিয়েই চেষ্টা করবে সিরিজটা জেতার। কারণ আমরা এখন সবাই বিশ্বকাপের দিকে এগোচ্ছি, এজন্য আমাদের এটা নিশ্চিত করতে হবে ওখানে যাওয়ার আগে সেরা ক্রিকেটটা খেলছি। এজন্য আগেও যেমন বলেছি, আমি জোর প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছি।’
তিনি বলেন, ‘সত্যি করে বললে আমরা খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, আশা করছি সেটা চালিয়ে যেতে পারবো। আমি প্রত্যাশা করছি আমাদের গেম প্ল্যানেও উন্নতি হবে খেলোয়াড় কিংবা দলের মতো। এটার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে।’