টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কত?

0

নিউজিল্যান্ডকে সরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে ভারত। রবিবার ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানের বড় ব্যবধানে হারার পর নিজেদের শীর্ষস্থান হারিয়েছে কিউইরা। তাতেই ভারত উঠে গেছে পয়েন্ট তালিকার চূড়ায়।

আইসিসির হালনাগাদ করা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের সংগ্রহ পয়েন্ট ৬৪.৫৮ শতাংশ। আটটি টেস্ট খেলে পাঁচ জয়, এক ড্র, দুই হার ভারতের। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০ শতাংশ। কিউইরা পাঁচটি টেস্ট খেলে তিনটি জিতেছেন এবং হেরেছেন দুটি।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৩৬.৬৬। ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩.৩৩ পয়েন্ট শতাংশ। সপ্তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট শতাংশ ২৫। ১৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে আটে আছে ইংল্যান্ড। নবম অর্থাৎ শেষ স্থানে আছে শ্রীলঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here