ক্যাম্বেলটাউন বাংলা স্কুল নিজ স্কুল প্রাঙ্গণে বছর জুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সিডনির অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রণে সাড়া দিয়ে থাকে। বাংলা ভাষা ও সংস্কৃতি চৰ্চ্চা, প্রচার ও প্রসারের দায়বদ্ধতা থেকে সমমনা সংগঠনের সাথে এক হয়ে কাজ করার তাগিদ থেকে এমন প্রয়াস নিয়ে থাকে।
রবিবার (০৩ মার্চ) সিডনির এশফিল্ড পার্কে শহরের সবচেয়ে বৃহৎ ভাষা ভিত্তিক সংগঠন একুশে একাডেমী আয়োজন করে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানের মঞ্চে ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের মোহনীয় পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
অভিভাবকদের পক্ষে সহায়তা করেন সন্ধ্যা, সিলভিয়া, ওয়াহেদ, বিশাখা, তাবাসসুম, সজীব, ফাহিমা, ফেরদৌস ও নূরীণ। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন। প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।