রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই শোক জানানো হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা স্মরণ করছি।