দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের গঙ্গাপুর নামক স্থানে যাত্রবাহী দুটি বাসের সাথে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৫ বাসযাত্রীসহ বাসের সুপারভাইজার গুরুতর আহত হয়েছেন। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুষড়ে যায়। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপারের একটি উদ্ধারকারী চেইন পুলিশ ঘটনাস্থলে এসে গাছের সাথে ধাক্কা খাওয়া পরিবহনকে উদ্ধার করে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সচল করে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জ উপজেলার গঙ্গাপুর নামক স্থানে এই যাত্রীবাহী ২টি বাস ও ট্রাকের সাথে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।