আইপিএল খেলতে পারবেন তো সূর্যকুমার যাদব?

0

আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহ বাকি। কতটা ফিট সূর্যকুমার যাদব? ফিটনেস নিয়ে এবার নিজেই আপডেট দিলেন টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার। বর্তমানে ভারতের বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন সূর্য। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিকভারি জার্নির একটি ভিডিও পোস্ট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার। সেই বিবর্তনের ভিডিওতে প্রথমে সূর্যকে একটি হুইলচেয়ারে দেখা যায়। ক্রাচ হাতেও দেখা যায় তাকে। এরপর রয়েছে ওয়ার্ক আউটের ছবি। সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, “সঠিক দিশাতেই রিকভারি এগোচ্ছে।” 

মুম্বাই ইন্ডিয়ান্স দলের গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি। গত আসরে আইপিএলে ১৬ ম্যাচে ৬০৫ রান করেন। এরমধ্যে ছিল একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হন। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সূর্যের নেতৃত্বে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে ভারত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here