কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, জানা যাবে আজ

0

পাকিস্তানের জাতীয় পরিষদে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শেহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন ইমরান খানের দল পিটিআই-এর ওমর আইয়ুব।

স্থানীয় সময় রবিবার বেলা ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে।

পাকিস্তানে এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সরাসরি অংশগ্রহণ করতে পারেনি। ফলে নির্বাচনে জয়ী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে ওই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন।

এদিকে, এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে মুতাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবাই পিএমএল-এন-এর প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে শেহবাজ শরীফ যে আবারও সরকার প্রধান হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে আইয়ুবের প্রতি সমর্থন রয়েছে শুধু ইমরানের প্রার্থীদের।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। যদি প্রধানমন্ত্রী পদে দুইয়ের অধিক প্রার্থী থাকেন এবং কোনও প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা (১৬৯ ভোট) পেতে ব্যর্থ হন; তবে আবারও ভোট নেওয়া হবে। সূত্র: ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here