বিয়ে করলেন সংগীতশিল্পী অনুপম

0

ফের বিয়ে করলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। তার স্ত্রী কণ্ঠশিল্পী প্রস্মিতা পাল। গতকাল শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় বিয়ের রেজিস্ট্রি হয়। জাকজমক নয়, বলা চলে একেবারেই সাধারণ পরিবেশে তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এ সংগীত শিল্পী।

অনুপম-প্রস্মিতা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয়-সজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন। ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়। যদিও সেই সময় গায়ককে নেটিজেনরা সমবেদনা জানিয়েছেন।

প্রস্মিতা আরও জানালেন যে, যাতে ‘নেতিবাচক’ মন্তব্য কম আসে, সে দিক থেকেও তিনি এবং অনুপম আশাবাদী। এ দিকে গায়কের বিয়ের খবর শুনে তার জন্য শুভকামনা পাঠান পিয়া। অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা গায়কের সাবেক স্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here