ভারতের ২০২২-২৩ অর্থবছরে আয়ের হিসেবে জাতীয় রাজনৈতিক দলের শীর্ষে রয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এক অর্থ বছরে মোদি-অমিত শাহ’দের দলের আয়ের পরিমাণ ২৩৬০.৮৪৪ কোটি রুপি। ওই অর্থবছরে তাদের খরচের পরিমাণ ১৩৬১.৬৮৪ কোটি রুপি, যা মোট আয়ের শতকরা ৫৭.৬৮ ভাগ।
এই তথ্য দিয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) নামের একটি সংগঠন। ভারতের ছয়টি জাতীয় রাজনৈতিক দলের সম্মিলিত আয়ের অর্থের পরিমাণ ৩০৭৭ কোটি রুপি। এরমধ্যে শতকরা ৭৬.৭৩ ভাগ আয়ই একা বিজেপির।
ওই প্রতিবেদন অনুসারে, আয়ের হিসাবে বিত্তবান রাজনৈতিক দলের তালিকায় বিজেপির পরেই রয়েছে কংগ্রেস, ২০২২-২৩ অর্থ বছরে তাদের আয়ের পরিমাণ ৪৫২.৩৭৫ কোটি রুপি। যা ছয়টি জাতীয় রাজনৈতিক দলগুলির সম্মিলিত আয়ের ১৭.৪০ শতাংশ। তাদের খরচের পরিমাণ ৪৬৭.১৩৫ কোটি রুপি।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ‘কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া’ (মার্কসবাদী)-এর আয়ের পরিমাণ ১৪১.৬৬১ কোটি, চতুর্থ স্থানে থাকা ‘আম আদমি পার্টি’ (আপ)-এর আয়ের পরিমাণ ৮৫.১৭ কোটি রুপি। পঞ্চম স্থানে থাকা বহুজন সমাজ পার্টি (বসপা) আয়ের পরিমাণ ২৯.২৭ কোটি রুপি এবং ন্যাশনাল পিপলস পার্টি ৭.৫৬২ কোটি রুপি আয় করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের মধ্যকালীন সময়ে বিজেপির আয় বেড়েছে ৪৪৩.৭২৪ কোটি রুপি (২৩.১৫ শতাংশ)। ২০২১-২২ অর্থ বছরে তাদের আয়ের পরিমাণ ছিল ১৯১৭.১২ কোটি রুপি, ২০২২-২৩ অর্থবছরের সেই আয়ের পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় ২৩৬০.৮৪৪ কোটি রুপিতে।
একটি অর্থবছরে সবচেয়ে বেশি আয় হয়েছে পি.এ সাংমার দল ‘ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি)- শতকরা ১৫০২.১২ ভাগ। ২০২১-২২ অর্থবছরে এই দলটির আয় ছিল ৪৭.২০ লাখ রুপি, ২০২২-২৩ অর্থবছরে সেই আয় বেড়ে হয়েছে ৭.৫৬২ কোটি রুপি।
রাজনৈতিক দলগুলি জানিয়েছে যে তাদের আয়ের প্রধান উৎস হল অনুদান, চাঁদা এবং ব্যাংক সুদ। যদিও বিজেপির আয়ের একটি বিপুল অংশ (প্রায় ২১২০ কোটি রুপি) স্বেচ্ছায় অর্থদানের মাধ্যমে এসেছে