ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিজেপির হয়ে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটিতে ১৯৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর।
এ নিয়ে তৃতীয়বার বারাণসী কেন্দ্র থেকে লড়াই করতে যাচ্ছেন মোদি। প্রথমবার ২০১৪ সালে তিনি আপ প্রার্থী অরবিন্দ কেজরওয়াল’কে হারিয়েছিলেন, ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে হারিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিলেন মোদি।
গত ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যতম প্রার্থীদের মধ্যে গুজরাটের গান্ধীনগর থেকে ফের দাঁড়াচ্ছেন অমিত শাহ, পোরবন্দর থেকে মনসুখ মন্ডব্য, অরুণাচল প্রদেশ থেকে লড়ছেন কিরণ রিজিজু, ডিব্রুগড় থেকে লড়ছেন সর্বানন্দ সনোয়াল, গুনা থেকে দাঁড়াচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরা থেকে দাঁড়াচ্ছেন বিপ্লব কুমার দেব, মথুরা থেকে হেমা মালিনী, লখনৌ থেকে রাজনাথ সিং, আমেথি থেকে স্মৃতি ইরানি, গোরক্ষপুর থেকে অভিনেতা রবি কিষান, ঝাড়খণ্ডের গোড্ডা থেকে দাঁড়াচ্ছেন নিশিকান্ত দূবে, ভোপাল থেকে দাঁড়াচ্ছেন প্রজ্ঞা সিং ঠাকুর প্রমুখ।
এই তালিকায় পশ্চিমবঙ্গের ২০ টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরমধ্যে বনগাঁ কেন্দ্রে লড়ছেন শান্তনু ঠাকুর, বাঁকুড়ায় ড. সুভাষ সরকার, কোচবিহার থেকে নিশীথ প্রামানিক, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়, হাওড়ায় রথীন চক্রবর্তী, মালদা উত্তর কেন্দ্রে খগেন মুর্মু, মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে ড. নির্মল কুমার সাহা, রানাঘাট থেকে জগন্নাথ সরকার, জয়নগর থেকে অশোক কান্ডারী, যাদবপুর কেন্দ্র থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, আসানসোল থেকে পবন সিং, মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষ, পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো এবং বোলপুর থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে।
লোকসভা নির্বাচনে তফশিল এখনো ঘোষণা করা হয়নি। ধারনা করা হচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সেই দিনক্ষণ ঘোষণা করা হতে পারে, ভোট হতে পারে এপ্রিল-মে মাস নাগাদ। তার আগেই বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশ। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে ৩৭০ এর বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি এবং ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।
গত ২০১৯ সালের নির্বাচনে হয়েছিল ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত, ফল ঘোষণা হয়েছিল ২৩ মে। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩ আসনে জয় পেয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লীতে সরকার গড়ে।