প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার কমিউনিটি ক্লিনিক। ১৯৯৬ সালে তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আজ এই সেবার মাধ্যমে গ্রাম অঞ্চলের মাতৃমৃত্যু শিশুমৃত্যুসহ বিভিন্ন মৃত্যুর হার কমেছে বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
শনিবার ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের দক্ষিণ শ্রীচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নাসিম বলেন, এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কারণ মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। চলতি বছরের শেষে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার কাজ শুরু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারের সভাপতিত্বে আমজাদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা, বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়াত বিন করিম, ফুলগাজী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, ক্লিনিকের জমি দাতা মো. আবুল বাশার প্রমূখ।