শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পেলেন জাকের আলী অনিক। গত মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। তবে চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘এমআরআই করিয়ে মধ্যমা আঙুল মচকানো ও ফোলানো পাওয়া গেছে। তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আলিসের খেলা হচ্ছে না।’
তার জায়গায় সুযোগ পাওয়া জাকের আলী অনিকও কুমিল্লার হয়ে খেলেছেন। ১৪১ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক।