বিবাদ মিটিয়ে নতুন শো-এর ঘোষণা কপিল-সুনীলের

0

বিবাদ মিটিয়ে নতুন শো নিয়ে হাজির হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভার। গত বছরের ডিসেম্বরে জানা যায়, নতুন শো নিয়ে একসঙ্গে ফিরছেন তারা। তবে ওই সময়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার বিশদে জানালেন কপিল শর্মা।

গেল ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করে কপিল শর্মা জানান, তাদের নতুন শো-য়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এটি দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী ৩০ মার্চ থেকে প্রতি শনিবার রাত ৮টায় নতুন পর্ব মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘দ্য কপিল শর্মা শো’র মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন কপিল ও সুনীল। তবে ২০১৮ সালের মার্চে এ জুটির মাঝে বিবাদের সূত্রপাত হয়। জানা যায়, অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে আর শোয়ের শুটিং করেননি সুনীল।

এরপর একাধিকবার সুনীলকে শোয়ে ফেরার আহ্বান জানিয়েছেন কপিল। এমনকি ক্ষমাও চেয়েছেন। কিন্তু সুনীল এতে রাজি হননি। মাঝে তাদের একসঙ্গে ফেরার গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here