বিপিএলের ফাইনালে ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কপালে ভাঁজ ফেলে দেয় বরিশালের ওপেনিং জুটি। তামিম ইকবালের ঝড়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন লিটনরা।
তবে ২৬ বলে ৩৯ রান করে মঈন আলীর শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। ৪৮ বলে মেহেদী হাসান মিরাজের সাথে ৭৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন তামিম।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া কুমিল্লা পুরোটা সময়ই কম বেশি ধুঁকেছে। তবে ক্যারিবিয় ক্রিকেটার আন্দ্রে রাসেলে শেষ মুহূর্তের ঝোড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।
কাইল মায়ার্সের প্রথম কুমিল্লা শিবিরে আঘাত হানেন। ৪ বলে ৫ রান করে ফেরেন সুনীল নারিন। এরপর লিটন দাস (১২ বলে ১৬ রান) ও তাওহিদ হৃদয়ও (১৭ বলে ১৫ রান) সুবিধা করতে পারেননি।
চারে নামা মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেন ধীরেসুস্থে থিতু হওয়ার। ৩৫ বলে ৩৮ রান করে তিনিও ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হয়ে।
এরপর আন্দ্রে রাসেলের ১৪ বলের ২৭ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা।
বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জেমস ফুলার।