খাগড়াছড়িতে বিমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিবসটি উপলক্ষে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব স্থানীয় সরকার নাজমুল আরা সুলতানা।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুনায়েদ কবির সোহাগ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স খাগড়াছড়ির ডিজিএম মোহাম্মদ ইলিয়াস উজজামান, ন্যাশনাল ইন্সুরেন্স খাগড়াছড়ি শাখার প্রদান কর্মকর্তা ইসমাইল হোসেন সবুজ, দুর্নীতি দমন কমিশনের খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন বাবু। আলোচনা সভায় বিমা কোম্পানির কর্মকর্তাগণ ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।