বিপিএলের ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায় বরিশাল।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া কুমিল্লা পুরোটা সময়ই কম বেশি ধুঁকেছে। তবে ক্যারিবিয় ক্রিকেটার আন্দ্রে রাসেলে শেষ মুহূর্তের ঝোড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।
চারে নামা মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেন ধীরেসুস্থে থিতু হওয়ার। ৩৫ বলে ৩৮ রান করে তিনিও ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হয়ে।
এরপর আন্দ্রে রাসেলের ১৪ বলের ২৭ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা।
বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জেমস ফুলার।