রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াভহ অগ্নিকান্ডে নিহতদের একজন নাঈম (১৮)। তিনি বরগুনার ফুলঝুরি ইউনিয়নের ছোট গোরিচন্না গ্রামের নান্টু এবং লাকী বেগমের একমাত্র ছেলে। তাকে হারিয়ে বাকরুদ্ব মা-বাবা। নান্টু ও লাকী বেগম পুত্রকে হারিয়ে আহাজারি আর বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন।
নাঈমের বাবা নান্টু ভ্যানগাড়িতে সবজি বিক্রি করে সংসার চালান।
তারপর আর নাঈমকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়িতে সন্তানের মৃত্যুর সংবাদ আসার পর থেকেই বাড়ি জুড়ে শুরু হয়েছে স্বজনদের আহাজারি। পুত্রকে হারিয়ে আহাজারি করতে করতে মূর্ছা যাচ্ছিল মা লাকি বেগম।
নাঈমের বন্ধুরা জানায়, নাঈম মেধাবী ছাত্র ছিলো। দারিদ্র্যতার কারণে লেখাপড়ার পাশাপাশি চাকুরি করতে ঢাকা যায়। রোজার ঈদে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল তার। আজ শুক্রবার মাগরিবের নামাজ পর নাঈমের জানাজা শেষে পারবারিক গোরস্থানে দাফন করা হয়।