ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৬ ফেব্রুয়ারি রবিবার এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ ছাত্র-ছাত্রী অংশ নেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. বি আর আম্বেদকর হলের প্রভোষ্ট অধ্যাপক ড. হাসনাত আলী খান, অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ, অধ্যাপক ড.সৈয়দ আলী নেওয়াজ জায়েদী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আদনান জায়েদী ও আলী হোসেন আরমান।

তিনি বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বাংলা ভাষার এ গৌরব অর্জন করে।

পরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা দিবসটি উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here