ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে সংস্করণে মোহামেডানের হয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৫ রানে করে সাজঘরে ফিরেছেন সাকিব। চার নম্বরে ৯ বলে ৫ রান করে ফিরেছেন তিনি।
প্রিমিয়ার লিগের ৫০ ওভারের আসরে মোহামেডানের হয়ে সাকিব সবশেষ খেলেছিলেন ২০১০-১১ মৌসুমে। ২০২১ সালে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৮টি ম্যাচ খেলেছিলেন তিনি মোহামেডানের হয়ে।
তবে এই এক ম্যাচের পর সাকিবকে মোহামেডানের পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। মঙ্গলবার শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট। সেই টেস্ট শেষ করেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরপরই সাকিব আইপিএলে চলে যাবেন।