২৪ ঘণ্টায় ১৩০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার

0

রাশিয়া দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৩০০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে।

খবর অনুসারে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, খারকিভ অঞ্চলের সিনকিভকা এলাকা এবং দোনেৎস্ক অঞ্চলের তেরনভে তাদের সেনারা ৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে।

এছাড়া দোনেৎস্ক অঞ্চলের বারদিচি, সেভেরনো, অরলিভকা এবং পারভোমাইস্কে বসতিতে রুশ সেনারা কমপক্ষে ৪৯৫ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। একইসঙ্গে দোনেৎস্ক অঞ্চলের উরোহাইন, রিভনোপিল ও স্টারোমাইওরস্কে এলাকায় আরও অন্তত ১০৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, টেন্ড্রিভস্কা স্পিট এলাকায় আরও অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া জাপোরোজিয়া অঞ্চলের রাবোটিনো, স্তেপোভয়, মালি শেরবাকি এবং খেরসন অঞ্চলের তোকারিভকা এলাকায় ৫০ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here