নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের উদ্যোগে নোবিপ্রবি ও স্পৃহা বাংলাদেশ এর যৌথ আয়োজনে পরিচালিত ‘নার্সারিং কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের অধীনে মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ প্রদান কর হয়েছে। বৃহস্পতিবার নোবিপ্রবি একাডেমিক ভবন-২ এর সেমিনার কক্ষে উক্ত প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন এবং মাইক্রোসফটের পার্টনার স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক অজয় কুমার বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা ও সঞ্চালনা করেন সাইবার সেন্টারের সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল আলম ইফাত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।