গাজীপুরের কালীগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প-জীবনকালীন সরিষার জাত বিনাসরিষা-১১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজন ও অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা প্রকল্প পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।
এতে সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাসিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সেরিনা আক্তার, মো. ছরোয়ার জাহান হিরো স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।