ভাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

0

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতের নাম শহিদুল ইসলাম রনি(৩৫)। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার  গ্রাফচর সিয়থা গ্রামের মো. আমজেদ হোসেনের ছেলে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here