কানাডায় ‘এক জোড়া জুতো’ মঞ্চস্থ

0

কানাডার টরন্টোতে ফোকস প্রযোজিত নাটক ‘এক জোড়া জুতো’ টরন্টোর ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমামুল হক।

আমন্ত্রিত অতিথি হিসেবে নাটকটিকে শুভেচ্ছা জানাতে অটোয়া থেকে টরন্টো এসেছিলেন নাট্যজন আফরোজা বানু। 

আবহ সঙ্গীতের সঙ্গত দিয়েছেন বিশিষ্ট কম্পোজার আশিকুজ্জামান টুলু ও নেপথ্যের কাজ সামলেছেন নয়ন হাফিজসহ আরও অনেকে । 

নির্দেশক ইমামুল হক গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনেই উত্থান-পতন আছে! সময়ে তা যেমন তা প্রকট হয়ে দেখা দেয়, সময়ের সাথে সাথে আবার তা থিতিয়েও যায়! তবে এমন কিছু ঘটনা থেকে যায়, যা কারুর সাথে কখনোই পুরোপরি ভাগ করে নেয়া যায় না, অথচ সারা জীবন এর ভার অথবা এর যন্ত্রণা বয়ে বেড়াতে হয়! এমনি একটি ঘটনাকে কেন্দ্র করেই নাটক ‘এক জোড়া জুতো’র কাহিনী আবর্তিত হয়েছে!’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here