ইসরায়েলি নৃশংসতা: গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ছুঁই ছুঁই

0

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত পাঁচ প্রায় মাসে হতাহতের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে। নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩০ হাজারের কাছাকাছি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৮৭৮ ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজার ২১৫ জন।
গাজায় তেল আবিবের এসব হামলায় তীব্র বিপর্যেয়ের মুখে পড়েছে সেখানের বেসামরিক জনগণ। উপত্যকাটিতে হামাস নিমূর্লের নামে গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ-সহ বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলো। তবে এসব অভিযোগ উপেক্ষা করে রমজানে গাজার দক্ষিণের শহর রাফায় হামলার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা হামাসকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here