নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন

0

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির চেয়ারে বসেছে রাশিয়া। আর এতেই ক্ষোভ দেখা দিয়েছেন ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে।

নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর ইউক্রেনও রাশিয়াকে সভাপতির পদে না বসানোর জোর দাবি জানিয়ে আসছিল।

তবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাই চাইলেও রাশিয়াকে এই পরিষদ থেকে বাইরে রাখা সহজ নয়। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা রাশিয়ার নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়াকে ‌‘এপ্রিল ফুলের সবচেয়ে বড় কৌতুক’ বলে আখ্যা দিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্র বলছে হাতপা বাঁধা। জাতিসংঘের সনদ স্থায়ী সদস্যকে সভাপতির পদ থেকে বাদ দেয়ার বিষয়টি অনুমোদন করে না।

 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here