ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডেপুটি কমান্ডার ও ইরান সমর্থিত হুতি সদস্যের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
ইয়েমেনের হুতিরা কয়েক মাস ধরে লোহিত সাগর এলাকায় জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করে আসছে। গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য রুটকে হুমকির মুখে ফেলায় মার্কিন ও ব্রিটিশ বারবার তাদের ওপর হামলা করছে। তা সত্ত্বেও হুতিরা সাগরে জাহাজে হামলা অব্যাহত রেখেছে।
কুদস ফোর্স আইআরজিসি’র শাখা যারা বিদেশি তৎপরতার দায়িত্বে নিয়োজিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা (আইআরজিসি) হুতি, হামাস ও হিজবুল্লাহসহ ওই অঞ্চলের অস্ত্রধারী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে।