পিরোজপুরে পালিত হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস। আলোচনা সভায় বিভিন্ন উপজেলা থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয়।