ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত সাড়ে চার মাসের অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৯ হাজার ৭৮২ জন এবং এ পর্যন্ত আহত হয়েছেন সর্বমোট ৭০ হাজার ৪৩ জন ফিলিস্তিনি।
এর বাইরে ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৯০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৬৪ জন। সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিনিয়ত ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।
সূত্র: আনাদোলু এজেন্সি