টেকনাফে কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ

0

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এব্যাপারে টেকনাফ মডেল থানায় অপহৃত কিশোরের পিতা একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি)  বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে পারভেজ মোশাররফকে (১৫) টেকনাফ সদর ইউনিয়নের  মিঠাপানির ছড়া এলাকার হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক(১৭) মরিচ্যাঘোনার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আরো অপরিচিত ৩-৪ জন লোক মিলে অজ্ঞাতস্থানে বেঁধে রেখে অপহৃতের মোবাইল ফোন থেকে হাতমুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি পরিবারের কাছে পাঠিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

উল্লেখ্য,ভিকটিম পারভেজ মোশাররফের সাথে বিবাদী সাদেকের ৪-৫ বছর পূর্ব থেকে বঙ্গোপসাগরে একসাথে মাছ ধরতে যাওয়ার সুবাদে সম্পর্ক ছিল।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি জানান, বিষয়টি আমলে নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here