নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

0

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অর্থের বিনিময়ে অন্যের দিয়ে লিখিত পরীক্ষা দিয়ে সশরীরে নিজেরা মৌখিক পরীক্ষা দিতে এসে  ৪ যুবক আটক হয়েছে। আটক চারজন হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের এস কে মনিরুজ্জামান, একই উপজেলার মন্ডলগাতি গ্রামের শরিফুল ইসলাম, নাগড়া গ্রামের সজিব হোসাইন, মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মিরাজ হোসেন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্র ও মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ২৩ ফেব্রুয়ারি মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের আওতায় ১১ থেকে ১৭ গ্রেডভুক্ত মোট ৬টি পদের বিপরীতে ৭১ জন নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদের মধ্যে স্বাস্থ্য সহকারি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে ২৫ ফেব্রুয়ারী মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে আসে ওই ৪ যুবক। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালে অভিযুক্ত চার প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা যাচাই করতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ সময় তারা জন প্রতি ২ লাখ টাকার বিনিময়ে অন্যদের দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছে মর্মে স্বীকার করলে উপস্থিত ওই চার পরীক্ষার্থীকে আটক করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেয়া ভুয়া পরীক্ষার্থীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here