ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। সোমবার রাঁচিতে চতুর্থ টেস্টে জয় এসেছে পাঁচ উইকেটে। পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত
জয় থেকে ১৪৫ রান দূরে থেকে সোমবার দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দলীয় ৮৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। জো রুটের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দেন যশস্বী জয়সওয়াল (৩৭)। ফিফটির পর বেশিক্ষণ টেকেননি অধিনায়ক রোহিত শর্মাও। টম হার্টলির শিকার হয়ে ৫৫ রানে ফেরেন তিনি।
সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায়।