ফ্যানফেয়ারের লাইভ স্টুডিওতে মেগাভিডিও কন্টেস্ট ‘ফেভারিট হোম মেড ফুড’-এর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ‘মেট্রো ম্যান’ ব্লগিং চ্যানেলের ফুড ব্লগার শাহরিয়ার রাব্বী।
এই মেগা কনটেস্টে প্রায় এক হাজারের মতো ভিডিও শেয়ার করেছেন ফুড ব্লগার থেকে শুরু করে নানান শ্রেণি-পেশার কনটেন্ট ক্রিয়েটররা। বিচারকদের বিচারে নির্বাচিত সেরা তিনজন কনটেন্ট বানানোতে পারদর্শীরা জিতে নেন মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন কুকার ও রাইস কুকারের মতো ধামাকা সব গিফটস।