সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) কালচারাল গ্রুপের আয়োজনে আমাদের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে ‘নৃত্যাঞ্জলি কালচারাল হল’ লাকেম্বা এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ দত্ত, জানমেজয় রয়, শুভ্র শাহা, জয়োতী বিশ্বাস এবং মৌসুমী শাহা। অনুষ্ঠানটি জানমেজয় রয়ের গ্রন্থনা ও শুভ্র শাহার উপস্থাপনায় নাচ, গান, আবৃত্তি দিয়ে সাজানো ছিল।