নেত্রকোনায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

0

দলীয় কোন্দলের জেরে ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় নেত্রকোনায় মানববন্ধন করেছে স্বজনসহ স্থানীয়রা। 

রবিবার দুপুরে শহরের কুড়পাড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ডাকা মানবন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবিতে স্বারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধরা।

মানববন্ধনে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম বলেন, হামলাকারীরা যে দলেরই হোক তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া প্রয়োজন। যেন এমন নৃশংস হামলার ঘটনা আর না ঘটে। 

আহত ছাত্রদল নেতা বাপ্পী (৩৩) আটপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আব্দুল মান্নান মনুর একমাত্র ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here