চরভদ্রাসনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

ফরিদপুরের চরভদ্রাসনে আব্দুর রহমান মোল্যা (১৭) ওরফে সালমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন পুলিশ। 

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নরে এমকে ডাঙ্গী গ্রামে তার শোবার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান ওই গ্রামের দুবাই প্রবাসী সাঈদ মোল্যার ছোট ছেলে। রহমানের সোলাইমান নামে বড় এক ভাই ও মা রয়েছে।

রহমানের মা বলেন, মানসিক সমস্যার কারণে পাঁচ বছর আগে মাদ্রাসা হতে তাকে নিয়ে আসা হয়। সেই থেকে সময়ে ভাল থাকতো আবার অনেক সময় পরিবারের লোকদের মারধোর করাসহ আসবাবপত্র ভাঙচুর করতো। কেন সে এ ঘটনা ঘটালো তা তারা ধারণা করতে পারছে না বলে জানান।

এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানান, রহমানের মানসিক সমস্যার কথা তিনিসহ এলাকার অনেকেই আগে থেকেই অবগত ছিলেন। তার আরেকটি ভাই কিডনিজনিত রোগে মৃত্যু পথযাত্রী। সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারটি।

চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, রহমানের পরিবারের কোনও আপত্তি না থাকায় এবং লাশের প্রাথমিক সুরতহালে সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here