র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

0

কক্সবাজারের টেকনাফ সদরের মাঠপাড়া, শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়ার লম্বরীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় ৩০০ লিটার অকটেন, ১৩শ ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঠপাড়ার মোঃ সিরাজ মিয়ার ছেলে নুরুল আলম মাঝি (৩৬),হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবু কালামের ছেলে রোহিঙ্গা খুরশিদ আলম (২৪), উখিয়া উপজেলার লম্বরিপাড়া নসরত আলীর ছেলে আব্দুল আলম (৪৮), তুতুর বিলের মৃত রফিক আহাম্মদের ছেলে কামাল উদ্দিন (৪০) ও পিঞ্জিরকুল গ্রামের মৃত মীর কাশেমের ছেলে আমিনুল হক রিদুয়ান (২৮) আটক করা হয়। 

এদিকে একইদিনে টেকনাফ থানার ওয়ারেন্টভুক্ত আসামি খুরশিদ আলম’কে আটকের লক্ষ্যে র‌্যাব-১৫ ও ১৬ এপিবিএন কর্তৃক শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত আসামি (রোহিঙ্গা) খুরশিদ আলমকে আটক করতে সক্ষম হয়। 

এছাড়া অপরদিকে র‌্যাব-১৫ এর পৃথক আরেকটি অভিযানে ৩ জন মাদক কারবারীকে আটক ও তাদের হেফাজত থেকে সর্বমোট ১৩শ ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের লম্বরিপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনার প্রাক্কালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী যথাক্রমে আব্দুল আলম (৪৮), কামাল উদ্দিন (৪০) ও আমিনুল হক রিদুয়ানকে উদ্ধারকৃত আলামতসহ আটক করতে সক্ষম হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here