এবারের বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। সাত দলের টুর্নামেন্টে তিন দল বিদায় নিয়েছে। বাকি চার দল লড়বে প্লে-অফে।
লিগ পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স, ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের নিয়ম অনুযায়ী, লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। অবশ্য হারলেও সুযোগ থাকবে ফাইনাল খেলার। যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ার দুই ম্যাচে, যেটা হবে অ্যালিমিনেটর পর্বে জয়ী দলের সঙ্গে।
আগামী ২৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার এক ও অ্যালিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি আগামী ২৮ ফেব্রুয়ারি। ফাইনাল মাঠে গড়াবে ১ মার্চ। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
প্লে-অফের সূচি-
অ্যালিমিনেটর
ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
২৬ ফেব্রুয়ারি, দুপুর – ১:৩০টা
প্রথম কোয়ালিফায়ার
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
২৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬:৩০টা
দ্বিতীয় কোয়ালিফায়ার
কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম অ্যালিমিনেটরে জয়ী দল
২৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬:৩০টা
ফাইনাল
কোয়ালিফায়ার-১ জয়ী বনাম কোয়ালিফায়ার-২ জয়ী
১ মার্চ, সন্ধ্যা ৭টা