গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মধ্যে ২ হাজার ২৮০টি রোহিঙ্গা যুবক তার পেটে বহন করে এনেছিল। শুক্রবার রাতে জিএমপির গাছা থানার শরীফপুর এলাকার মৃধা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়জুল ইসলাম (৩৩) কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেটে ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে আসছিল।