হবিগঞ্জে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0

‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই’ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস হবিগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

শনিবার সকাল সাড়ে ১০টায় আরডি হল মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, নাট্যকার সিদ্দিকী হারুন, সংগঠনের হবিগঞ্জ শাখার সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ছাড়াও সনদপত্র দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here