রাশিয়ার গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

0

রাশিয়ার একটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো এ-৫০ নামের প্লেনটিকে রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ প্লেন এ-৫০ ভূপাতিত করা হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো ভূপাতিত প্লেনটি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। সূত্র: বিবিসি, রয়টার্স, আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here