মার্কিন সামরিক বাহিনী বলছে, তারা হুতিদের লক্ষ্যবস্তুতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ লিখেছ, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে চারটি ইউএভি এবং দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অন্যদিকে আল জাজিরার খবর অনুসারে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা তদারকি করে বলেছে, তাদের বাহিনী লোহিত সাগরের ওপর তিনটি হুতি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।