ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

৩০টির অধিক দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধি ও ইউনেস্কো কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো(UNESCO) সদর দপ্তরে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বরে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক এ সংস্থা ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতার প্রচারের জন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে আয়োজিত বিশেষ এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, ইউনেস্কো’র শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি। বাংলাদেশ থেকে টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক বক্তব্য রাখেন।

জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এ বছর (২০২৪) দিবসটির প্রতিপাদ্য বা থিম হলো, “বহুভাষিক শিক্ষা- শেখার এবং আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ” (“Multilingual education – a pillar of learning and intergenerational learning”), অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশ দূতাবাসের এ বর্ণাঢ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের চমৎকার দ্বীপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশগুলোর সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে এমন প্রত্যাশা করেন।
এ ছাড়া ও একুশের প্রথম প্রহরে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা কমিউনিটি নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন এবং দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here