চার বছর পর কলকাতার মঞ্চে গাইবেন জেমস

0

চার বছরের বিরতির পর কলকাতার মঞ্চে গাইবেন জেমস। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে গাইবেন তিনি।

‘পূজোওয়ালাদের গান পূজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

কনসার্টটিতে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার সফলতম ব্যান্ড ‘ফসিলস’। ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবে কলকাতাবাসী।

কনসার্টের টিকিট প্ল্যাটফর্ম সূত্রে জানা গেল, ৩ মার্চ বিকেল ৫টায় শুরু হবে শো। চলবে প্রায় মধ্যরাত অব্দি। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ রুপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here