হলিউডে বারাক ওবামার কন্যা

0

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা এবার নাম লেখালেন হলিউডে। তবে অভিনেত্রী হিসেবে নয়, নির্মাতা হিসেবে এই যাত্রা শুরু করলেন। যদিও মিশেল ওবামা-বারাক ওবামা দম্পতির জ্যেষ্ঠ কন্যা এই ক্যারিয়ার শুরুর আগে পারিবারিক পদবি ছেঁটে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্য অনুসারে, ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গত ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে। এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা দেন মালিয়া।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্মমেকিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন। তা ছাড়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here