ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্যাথসীমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সিনিয়র সহ সভাপতি এমএ রহিম, সহ সভাপতি সিরাজুর রহমান, রুহুল আমীন আব্দুল্লাহ, মাহবুব আলম রাঙ্গা, শাহ জামাল আহমদ, প্রফেসর তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুনেদ আহমদ, আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম মিসবা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল দাস সানি, আন্তর্জাতিক সম্পাদক দিব্য রায়, শিক্ষা সম্পাদক আহমেদ মালেক, জাহাঙ্গীর আলম মিলন, জাহিদুল ইসলাম শিপার, জাকারিয়া আহমদ ও শিব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও উৎপাদনমুখী বাংলাদেশ গঠনে জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম, সমৃদ্বি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।