কানাডার টরন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

যথাযথ মর্যাদায় কানাডার টরেন্টোতে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেজন্য একুশের প্রথম প্রহরে টরেন্টোর ডেনফোর্থের ডেনটোনিয়া পার্কের স্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের পদচারণায় ছিল মুখরিত। 

এ বছরও সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ, আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনাসহ সকল কাজ সুন্দরভাবে করেছে সর্বজনীন একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। এদিন একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের পর বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। 
এর আগে বক্তব্য দেন কানাডার ফেডারেল সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং স্কারবো সাউথওয়েস্টের এমপি বিল ব্লেয়ার, টরেন্টোস্থ বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল ফাহমিদা হক, টরেন্টোর বিচেস এন্ড ইস্ট ইয়র্কের এমপি ন্যাথানিয়েল স্মিথ, স্কারবো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগম, এমপিপি ম্যারি মার্গারেট ম্যাচার, কাউন্সিলার ব্রাড ব্রাডফোর্ড। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here